সলাত / নামাজের মধ্যকার অত্যন্ত ফজিলাতপূর্ণ কিছু দোয়া

    রুকু থেকে উঠার পর ’রব্বানা অলাকাল হাম্দ’ পড়ার পর যে দোয়া পড়তে হয় ঃ
    হামদাং, কাছিরং, তৈয়েবান, মুবারকাং ফি-হি।

    দুই সেজদার মাঝে বসে পড়ার দোয়াঃ
    আল্লাহুম্মাগ ফিরলী, অরহামনী, অ-ইহদ্বিনী, অ-আফিনি, অর-যুকনী



    রুকুর তাজবীহ ’সুবহানা রব্বি-য়্যাল আজীম’ ৩ বার পড়ার পর যে দোয়া পড়তে হয় ঃ
    সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা অ-বিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী

    সেজদার তাজবীহ ’সুবহানা রব্বি-য়্যাল আলা’ ৩ বার পড়ার পর যে দোয়া পড়তে হয় ঃ
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা অ-বিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী

    শেষ বৈঠকে দুরু’দে সলাহ / ইবরহিম পড়ার পর যে দোয়া পড়তে হয়
১। আল্লাহুম্মা ইন্নি-আউযুবিকা মিনাল আজাবীল কবরী, অ-আউযুবিকা মিং ফিতনাতিল মাছিহে দাজ্জালী, অ-আউযুবিকা মিং ফিতনাতিল মাহ্ইয়া অ- ফিতনাতিল মামাতিল্লাহুম্মা মিনাল মা’ছামি অল মাগরমী।

২। আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফছি যুলমাং কাছিরাও অলা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আংতা ফাগফিরলী মাগফিরঅতাম মিন ইংদিকা অরহাম্নি ইন্নকা আংতাল গফুরুর রহীম।

৩। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা অফিল আখিরতি হাসানাতা অকিনা আজাবান্নার।

বিঃ দ্রঃ - সহি হাদিসে বর্ণিত অন্যান্য দোয়া ও পড়া যায়, যা রাসুল (সাঃ) সলাতে পড়তেন।

1 টি মন্তব্য: