ইসলামে চিকিৎসা ও ওষুধ

একজন মুসলমান হিসেবে আমরা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান আল-কুরআন এর দিকে তাকাই তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে বলেছেন, “আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি, যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত।” (সুরা বনী ইসরাঈল, আয়াত ৮২)

আল-কুরআন এর মৌলিক বিষয়

আল্লাহ রব্বুল আল-আমীন তার শেষ নবীকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনটি বিষয় দিয়ে।

(১) হেদায়েত (পথ নির্দেশনা)
(২) সত্যদ্বীন (জীবন-বিধান)
(৩) জিহাদ (সত্যদ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম)


তিনিই তাঁর রসূলকে হেদায়েত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। সত্য প্রতিষ্ঠাতারূপে আল্লাহ যথেষ্ট। (সুরা ফাতাহ ২৮)